কখনো কল্পনা করি নাই আমি আবার আগের মতো হতে পারব।মাত্র ছয়-সাত মাসে আমি আমার শরীর থেকে পনেরো কেজি ওজন কমিয়েছি।কিছু দিন আগে যারা মটু বলে হাসত তারা এখন আমাকে দেখে জিজ্ঞেস করে এত শুখাইছো কিভাবে।তোমাকে সুন্দর লাগছে ।শুনে খুব ভালো লাগে।আমি 75 কেজি থেকে এখন 60 কেজি ।ধন্যবাদ মটু পরিবার ।বদলে যাবার গল্প পড়ে আমার মনে হয়েছে তারা পারলে আমি কেন পারবো না।
31