অনেকদিন থেকেই গ্রুপে আছি। টুকটাক পোস্টও দিয়েছি। গ্রুপটা আমার পছন্দের। সবাই বেশ হেল্পফুল। সবার মটিভেটিং পোস্ট দেখে হতাশা কমে গেছে অনেকটা। এখন সিরিয়াসলি ডাইটিং এবং ওয়ার্কআউট করতে ইচ্ছে করছে। সবার ট্রান্সফরমেশন দেখেছি। আমারটাও শেয়ার করতে ইচ্ছে হল।
আপুরা এবং ভাইয়ারা চেইঞ্জ কি বুঝা যায় কিছু?!
41