এই অসম্ভব সুন্দর অনুপ্রেরণামূলক গ্রুপটা আমার ভীষণ পছন্দের, ভীষণ ভালবাসার। ♥♥
আমি এই গ্রুপের নীরব সদস্য, বা ফলোয়ার। কিন্তু টুকটুক করে অনেক কিছুই ফলো করে চলা শুরু করি। সারাক্ষণ চকলেট, আইসক্রিম খাওয়া এই আমিই এখন সব ধরনের অস্বাস্থ্যকর খাবার, ফ্যাটি খাবারকে না বলা শিখে গেছি। নিজেকে নিজের জন্য ভালো থাকতে হবে এই প্রিয় কথাটাও আমাকে এই গ্রুপের মানুষজন বুঝিয়েছে। ♥♥♥
ডানের ছবিটা ২০১৫ এর ডিসেম্বরের লাস্টে, আর বামেরটা এই বছরের এপ্রিলের লাস্টে। খুব বেশি পরিবর্তন বোঝা যাচ্ছে না। 😆
যদিও খুবই লম্বা সময়ে অল্প একটু কমেছি , কিন্তু তবুও আমি খুশি। কারন আমি আশা করি এই অল্পটাই একসময় বড় কমাতে পরিণত হবে ইনশাল্লাহ। ☺☺
আর যে এমন অসাধারণ গ্রুপেরর সাথে অ্যাড আছে, সে তার গন্তব্যে পৌঁছাবেই আশা করা যায়। ☺☺
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার মতো নীরব ফলোয়ারদের এভাবেই অনুপ্রেরণা দিয়ে যান সকলে। 😍😍😍
সবশেষে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গ্রুপের সকল ভবিষ্যৎ শুটকা/শুটকি ভাইবোনদের। ♥